ভাবনার বেড়াজালে শুয়ে আছে গরীবের কঙ্কাল
সংসারের গলিত শবের ধ্বংসাবশেষ ধুকপুক করছে
দিশেহারা মন অবাধ্য সংগীত গায় -
চৈত্রের মেঘলা আকাশে মাঝে মাঝে উঁকি দেয় অর্ধ গলিত চাঁদ।


ক্ষয়ে যাওয়া সময়ের মতো চাঁদেরও ক্ষয় আছে
গোধূলি চাঁদের আলোয় পথ খুঁজে নেয় অবহেলিত মানুষ
শরীর থেকে খসে পড়ছে তারাদের মিটিমিটি আলোর রোশনাই
বাসমতী চালের গন্ধ নিয়ে বেঁচে থাকা, দু'মুঠো কখনও জোটে না।


ডুবে গেছে চাঁদ, তবুও নিদ্রাহীন শুয়ে থাকা
ঘোলাটে অন্ধকারে ডুবে যাচ্ছে স্বপ্নের ডিঙি
জীবনের বন্দরে দাঁড়িয়ে আছে অনাগত সুখ
বাসমতী চাল চাই না, দুবেলা দুমুঠো মোটা চালের ভাত পেলেই খুশি।


               *******


২৮ মার্চ ২০২৩