হাঁটুতে বাত কোমর কাত
সদাই কঁকিয়ে মরে
বিপিন খুড়োর হাড় ক'খানা
যাবে বোধহয় সরে।


পুজোর পরেই আসবে শীত
ভেবেই বাড়ে কষ্ট
বাতের ব্যথায় আসে না ঘুম
শরীর হচ্ছে নষ্ট।


বাতের ব্যথা বাড়ছে ক্রমে
ওষুধে হয় না কাজ
মাঝ রাত্তিরে চেঁচিয়ে ওঠে
যাচ্ছে খুলে সাজ।


একটা সময় খেলার মাঠে
সবাইকে খাওয়াতো ঘোল
বিপক্ষকে হার মানিয়ে
করতো কতো গোল।


সোনালী অতীত হাতড়ে বেড়ায়
ভেবেই দু'চোখে জল
বাতের ব্যথায় কষ্ট ভীষণ
নেই তো কোনো ছল।


       *****


রচনাকাল  - ২৯ সেপ্টেম্বর ২০২৩