সবাই বলে বাউন্ডুলে বলে পাড়ার লোক
কে বাঁচলো কে মরলো নেই তার কোন শোক!


দু’বেলা দু’মুঠো পেলেই খুশি চায় না কিছুই আর
সকাল সাঁঝে ঘুরে বেড়ায় নেই যে কিছুই তার!


মাথা ভর্তি কোঁকড়ানো চুল মুখ ভর্তি দাড়ি
হাসি মুখে সদাই থাকে আসে না মোটেই বাড়ি!


ঘুরে বেড়ায় সারাটা দিন আকাশ পানে চায়
কি যেন খোঁজে আকাশ মাঝে কারুর বোধগম্য নয়!


রাত বিরেতে যায় বেরিয়ে খোঁজে যেন কাকে
মা ঠাকুমা বলে সবাই খুঁজছে যে ওর মাকে!


মা যে তার হারিয়ে গেছে কোন সে ছোট্টবেলায়
মায়ের জন্যে বাউন্ডুলে খুঁজছে মেলায় মেলায়!


           ******