লক্ষ কোটি মানুষের কান্না শুনতে পাচ্ছো না ঈশ্বর
তুমিও কি মানুষের মত নিঃসঙ্গ একা –
সব্বাই যে তোমাকে বড্ড বিশ্বাস করে
হৃদয়ের সমস্ত অঞ্জলি তোমাকেই দেয়।


পাথরের বুকে চিরেও বেরিয়ে আসছে কান্নার ঢেউ
চোখ বন্ধ রেখো না দয়াময় ঈশ্বর ...
মানুষকে মুক্তির পথ তুমিই দেখাতে পারো প্রভু
জীবন মৃত্যুর খেলায় তুমি যে সবচেয়ে বড় বাজিগর।


দেওয়ালে পিঠ থেকে গেছে সব মানুষের
পালাবার পথও হয়ে গেছে একেবারেই বন্ধ
নিথর সারি সারি গাছগুলো নিশ্চুপ প্রহর গুনছে
পাখিদের ডানায় যেন বাঁধা আছে পাথরের বোঝা।


কান্নার রোল আকাশে বাতাসে, তুমি কি পাচ্ছো শুনতে
অনেক তো দেখালে খেলা, শেষ বাজিটাও তোমার জন্যে
তুমিই নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাজিগর –
মানুষের হাসির রঙ ক্রমশ রঙিন থেকে কালো হয়ে যাচ্ছে।


      ********


রচনাকাল – ১২/০৫/২০২১