মাথা নত করি বাইশে শ্রাবণ
তোমার আশীষ পেতে
প্রভাত ফেরি শঙ্খ বাদন
উৎসবে উঠি মেতে।


বিশ্বকবির হয় না মরণ
অমর রবে তুমি
বাংলা ভাষায় দিয়েছো প্রাণ
ধন্য বাংলা ভূমি।


হাতের মুঠোয় এক পৃথিবী
ধরলে অনায়াসে
সাহিত্যে করলে নোবেল জয়
বিশ্ব বাসী হাসে।


সুখ দুঃখের কাব্য গুলো
দিলে সাহিত্যে স্থান
নৃত্যনাট্য গান কবিতায়
অমর তোমার দান।


বাইশে শ্রাবণ রাখবে মনে
সবাই করবে ভিড়
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
যেন শান্তির নীড়।


     ******


৮ আগস্ট ২০২৩
( ২২ শে শ্রাবণ ১৪৩০ )