বুকের ম্যানহোলে ময়লা আবর্জনায় ভরে গেছে
দিন রাত্তির বিড়ি ফুঁকতে ফুঁকতে জীবন শেষ
ইট ভাটার চিমনির মতো কালো ধোঁয়া ঢুকছে ম্যানহোল দিয়ে
আর কতো বিড়ি টানবে -
চোখ দুটো ক্রমশ কোটরের মধ্যে ঢুকে যাচ্ছে।


নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট
তবুও বিড়ি ছাড়া চলে না
প্রতিনিয়ত মৃত্যুর কবর খুড়ছে মানুষ
একটুখানি মুক্ত বাতাস চাইছে অলীক জীবন
চিতার সামনে দাঁড়িয়ে আছে কঙ্কালসার শরীর।


নেশার জিনিস আছে অনেক রকমের
গ্রাম্য জীবনে কম খরচে বিড়ি ছাড়া উপায় কী
বুকের পাঁজরের হাড়গুলো সহজেই গোনা যায়
হৃদপিন্ডের গোপন খামে লেখা থাকে জীবনের হিসাব
স্বপ্নের হাতছানি উপেক্ষা করে অসুখী মানুষ আজীবন কেঁদেই চলেছে।


         *******


১০ ফেব্রুয়ারি ২০২৩