তোমার পাশে শুয়ে আছে অন্ধকার রাত
তুমি একা ভালোবাসাহীন পৃথিবীর কক্ষপথে হেঁটে চলেছ
রাতের পর রাত কেটে যায় অসীম শূন্যতায়...


বেলা শেষে নীল রোদ্দুরে স্নান করছ তুমি
ঝিলের শান্ত জলও উৎসুক প্রতিক্ষায় -
তোমার স্নান দৃশ্য দেখার জন্যে
আমরা তো মানুষ, না তাকিয়ে উপায় কী!


ঈগল পাখির ঠোঁট দিয়ে ধূসর রক্ত ঝরছে
বেলা শেষে বৃষ্টি নামবে কথা ছিল
বৃষ্টি হয় নি ছ'মাস
তোমার শরীরে নামুক বৃষ্টির কোলাহল।


ভাঙা সাঁকোর উপর শুয়ে আছে আধমরা বাদামি বিকেল
গোধূলি মাঠ জুড়ে নামছে আঁধারের মায়াবী সন্ধ্যা
বেলা শেষে মুখের ম্লান হাসিটুকু স্মৃতিতে থাকবে চিরকাল।


             *******


২৮ ডিসেম্বর  ২০২২