ঘুমিয়ে পড়েছে মাঝ রাত্তির
জেগে আছে ফুটপাত
বুকের পাঁজরে ধরেছে ঘুণ
গরীব হবে কী উৎখাত!


শিমূলের ডালে পলাশ জড়িয়ে
ফুলেরা হয়েছে লাল
সরষে ক্ষেতের হলুদ ভুবনে
মৌমাছিদের পাল।


আঁধার হৃদয়ে খুশির প্রভাত
গরীবের নেই দাম
মাড়িয়ে চলে বেনোজল ভেবে
দেয় না কেউই সম্মান।


নেই ছলনা, নেই অভিমান
আছে একরাশ ক্ষোভ
অবাক পৃথিবী অবাক মানুষ
নেই একফোঁটা লোভ।


কেউ কী ভাবে গরীবের কথা
হাসিটুকু শুধুই সম্বল
ভালোবেসে আজ দেখেনা মানুষ
শীতে কী দেবে কম্বল?


       *******


রচনাকাল  - ২২|০৪|২০২২