বর্ষা মানে   বৃষ্টি ভেজা সকাল থেকে সাঁঝ
বর্ষা মানে   খুশিতে কৃষক করছে মাঠে কাজ।
বর্ষা মানে   স্কুলের ছুটি ভিজেই বাড়িতে ফেরা
বর্ষা মানে   টাপুর টুপুর হাসিতে জীবন ঘেরা।


বর্ষা মানে   পুকুর নদী সবই ভেসে যাওয়া
বর্ষা মানে   ইলিশ মাছ গরম ভাজা খাওয়া।
বর্ষা মানে   আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতুর গান
বর্ষা মানে   সবুজ বনানী পায় যে ফিরে প্রাণ।


বর্ষা মানে   ঝোড়ো হাওয়া সর্দি কাশি জ্বর
বর্ষা মানে   বুকের ভেতর কাঁপছে থর থর।
বর্ষা মানে   কখনো রোদ কখনো আবার বৃষ্টি
বর্ষা মানে   জল থৈ থৈ হবে ফসলের সৃষ্টি।


বর্ষা মানে   শ্রাবণ ধারায় ফেলছে নদীতে জাল
বর্ষা মানে   উজান স্রোতে মাঝিরা ধরেছে হাল।
বর্ষা মানে   আছে দুঃখ শুধুই পাবে না সুখ
বর্ষা মানে   নদীর জীবনে আছে অনেক দুখ।


বর্ষা মানে   চাষের জমিতে সবুজের উৎসব
বর্ষা মানে   শ্রমিক কৃষক করছে যে কলরব।
বর্ষা মানে   নতুন জীবন নতুন প্রাণের খোঁজ
বর্ষা মানে   বর্ষা মঙ্গল সুখ দুঃখের ভোজ।


            ******


রচনাকাল  - ০৩|০৮|২০২২