প্রদীপের নীচে এতো আঁধার
জানে না কতো লোক
সুখের খোঁজে জীবন কালি
করছে মরণ শোক।


বিধাতা বলছে শুধুই আলো
পাবি না কখনো আর
সুখের পিছনে দুঃখ লুকিয়ে
বইবি কঠিন ভার।


রঙিন জীবনে ফাগুন আসে
আবার ফিরেও যায়
ক'জন পারে রাখতে ধরে
রঙিন সুখও ক্ষয়।


আলো আঁধার সুখ দুঃখ
ওরা যেন ভাই ভাই
শুধুই আলো শুধুই সুখ
পাবি না কখনো তাই।


দিনে আলো রাতে আঁধার
এই তো ভবের খেলা
সুখ দুঃখ হাসি কান্নায়  
যায় যে জীবন বেলা।


      *****


রচনাকাল - ০৪/০৭/২০২১