হাতটা দিয়েছ বাড়িয়ে -
নতুন সূর্যের আলোয় স্নান করতে চাও কী
ভাঙা জ্যোৎস্নার আলো কুড়িয়ে বেঁচে আছে অলীক মানুষ


বিছানা জুড়ে অভাবের মায়াজাল -
অন্ধ সময় খুঁজে বেড়ায় সভ্যতার অসহায় মুখ
প্রতিদিনের যন্ত্রনা কাতর মুখ সহ্য হয় না আর।


অর্ধ মৃত মানুষের বুকের উপর দাঁড়িয়ে আছে ভালোবাসার অমৃত স্বাদ
জীবনের রঙিন বসন্তে আজ গ্রহণের কালো ছায়া
হিমশৈল ভেঙে দিতে পারে টাইটানিক ...


জীবনটা কী এতোই পাথর  -
জীবনের ইতিহাস তেমনটাই বলে
কষ্টের ঘানি টানতে টানতে মাথার বোঝাটা ক্রমশ পাথর হচ্ছে।


                *******


রচনাকাল  - ১৫|০৪|২০২২