তোমার জন্যে হয়নি কেনা
নতুন কোনো শাড়ি
ফোঁটা তুমি দিও দিদি
অভাব কাঁড়ি কাঁড়ি।


দুঃসময়টা ছাড়ে নি পিছু
জানো সবই তুমি
ভায়ের কপালে ফোঁটা দিয়ে
ফেরাও সুখের ভূমি।


যমের দুয়ারে দিও কাঁটা
থমকে দাঁড়াবে যম
দিদির আশিসে দীর্ঘায়ু হবে
ভাইয়েরা নেবে দম!


ভাই বোনের মধুর সম্পর্কে
ধরেনা যেন ফাটল
ভাইফোঁটা আসবে যাবে
ভালোবাসা হবে আসল।


ধনী গরীব সব দিদিরাই
ভাইদের দেবে ফোঁটা
যমের এতো নেই শক্তি
বিঁধবে ভাইকে কাঁটা।


   ****


রচনাকাল – ০৬/১১/২০২১