হৃদয় কেটে তৈরি করি
ভালোবাসার নদী
সেই নদীতে কাটবে সাঁতার
সোহাগ করো যদি।


জ্যোৎস্না আলো হৃদয় জুড়ে
মনের কথা কয়
ভালোবাসা সাত সমুদ্র
প্রেমের নদী হয়।


ঝরণার জলে যাচ্ছে ভিজে
সোহাগ নদীর ঘর
প্রেম যমুনায় কাটলে সাঁতার
আসবে সোহাগ জ্বর।


হৃদয়ের ভাষা ক'জন বোঝে
গোলাপেই পাবে কাঁটা
ভালোবাসা রঙ এমনি মধুর
প্রেম যে কাঁঠালের আটা!


একটি নদী একটি সাগর
হবে যখন দেখা
ভালোবাসা সাত সমুদ্র
এটাই ভাগ্যে লেখা।


      ******


১২ সেপ্টেম্বর ২০২৩