ভালোবাসা মানে একটা ঘর
সে কুঁড়ে ঘর হোক তাতে ক্ষতি নেই
দুটি হৃদয়ের অমৃতের আবাহন -
ভালোবাসার পরাগরেণুতে জন্ম নেয় অলীক সুখ।


ভালোবাসা হল অন্তরের একান্ত অনুভূতি
ওষ্ঠের সোহাগে যেন অমৃতের স্বাদ
হৃদয় রাঙিয়ে দেবার মিথ্যে প্রতিশ্রুতি নয়
অন্ধ বিশ্বাসে একে অপরের প্রতি হৃদয় বিনিময়।


ভালোবাসা কদম ফুলের সুগন্ধের মত
সাগরের বুকে ভেসে চলা এক অন্তহীন পথ
যেখানে নোঙর হয় না জাহাজ শুধু সেখানেই ভালোবাসার নির্মাণ খেলা
যেন অনন্ত জলরাশির মাঝে ভেসে থাকা অলৌকিক দুটি শরীর।


ভালোবাসার রঙ হৃদয়ে লাগলে সে রঙ কখনো ওঠে না
রূপকথার গল্প থেকে জন্ম নেয় অমর প্রেম কাব্য
কোনো বাধাই যেন সেখানে বাধা হয়ে দাঁড়ায় না
ভালোবাসার মোহে অনেকেই ঘর ছাড়ে চিরকাল ভালো বাসার জন্যে।


            *******


রচনাকাল - ১০|০৭|২০২২