ভালোবাসার মোহনায় থমকে দাঁড়িয়ে জোয়ারের স্রোত
বন্য জ্যোৎস্নায় ভেসে যায় হৃদয়ের বেলাভূমি -
সুখের কাব্যের হদিশ পেতে মরিয়া প্রত্যেক প্রেমিক প্রেমিকা।


ভালোবাসার ওম থেকে জন্ম নেয় অলীক রোদ্দুর
ছোট্ট নদী, তবুও জোয়ার ভাটা হয় প্রাকৃতিক নিয়মে
ভালোবাসায় খেলাঘরে রোদ্দুর ওঠে ওষ্ঠের স্পর্শে।


ভালোবাসার জ্যোৎস্নায় জেগে ওঠে প্রেমের মোহরকুঞ্জ
শীত শেষ হতেই পাতা ঝরে যায় বসন্তের আগমনে
আর বসন্ত মানেই হৃদয়ের বারান্দায় রঙ লাগা শুরু।


ফুলের সুরভি মাখা জীবনে ভালোবাসা খেলা করে স্বপ্নের মতো
হিমেল রোদ্দুরে ভালোবাসার মৌতাত নিতে চায় নারী পুরুষ
খেলাঘরের রঙ চিরকাল রঙিন বসন্ত ডানা মেলুক সব্বাই সেটি চায়।


              *******


রচনাকাল - ০৯/০২/২০২২