পাতার কুটিরে ভালোবাসার মহাকাব্য লিখতে খুব ভালো লাগে
হৃদয়ের গভীরে যে স্বপ্নের স্পন্দন তা কখনোই মিলিয়ে যায় না
ভালোবাসার জন্যে মেকি মুখোশ পরতে হয় না -
ওষ্ঠের সীমান্ত রেখায় আজও দোল উৎসব হয়।


শঙ্খচিলের ডানায় নেমে আসে ভালোবাসার মায়াবী জ্যোৎস্না
ছোট্ট কুটিরের সামনে একফালি উঠোনে খেলা করে জোনাকির দল
ভালোবাসার জন্যে এর থেকে ভালো জায়গা কোথায় -
চাঁদের আলোয় ভরে গেছে পাতার কুটিরের চারদিক।


ভালোবাসার জন্যে অর্থ চাই না, চাই একটা বড় হৃদয়
হৃদয়ের সরোবরে ডুব দিয়ে দেখো সেখানে এক নিঃস্ব প্রেমিক দাঁড়িয়ে আছে -
ভালোবাসার মহাকাব্যে এক নারী এক পুরুষকে খুঁজে বেড়ায়
যে ভালোবাসার  জন্যে সারাটা জীবন প্রতিক্ষা করতে পারে।


কদম ফুলের গন্ধে ভরে গেছে পাতার কুটিরের উপবন
হৃদয়ের বরফ একবার গলতে শুরু করলে সেখানে সবকিছু ভেসে যাবে
ওষ্ঠের আলিঙ্গনে ভালোবাসার দরজা ভেঙে চুরমার ...
জলতরঙ্গের মতোই মধুর ধ্বনিতে বেজে উঠবে ভালোবাসার আঙিনা।


             ******


রচনাকাল  - ১৬/০৭/২০২১