গোলাপের কাঁটা ফুটলে হাতে
প্রেমের বাজবে বাঁশি
সোহাগ নদী ছুটছে বেগে
হৃদয়ে থাকবে হাসি।


শূন্য হৃদয় ভাঙা কান্না
কাজল পরা চোখ
ভালোবাসার মহানদীতে
কেউ কোরো না শোক।


ঠোঁটের হাসির ঝর্ণা ধারায়
পাগল হবে কেউ
নীল জোছনায় সোহাগ বাসর
হৃদয়ে লাগবে ঢেউ।


আকাশ কুসুম কল্পনা থাক
অন্ধ জ্যোৎস্না রাত
ভালোবাসার ফাগুন বেলায়
প্রেমের হয় না জাত।


ফুলের গন্ধে ভ্রমর আসে
নেই ভ্রমরের দোষ
ভালোবাসায় জাতের বিচার
কেউ দেখিও না রোষ।


           *******


রচনাকাল -
১১ই মার্চ ২০২৪