প্রত্যাশার স্বপ্ন বুকে নিয়ে হেঁটেছি অনেক পথ
স্বপ্ন দেখতে সময় অসময় বলে কিছু হয় না
বুকের কার্নিশে জমা মেঘ ভাসিয়েছি অবহেলায়।


ভালোবাসার নাব্যতা খুঁজতে খুঁজতে আজ বড় ক্লান্ত
স্বপ্নের উৎসারিত আলোয় উড়ে যায় স্বপ্ন রথ
ভালোবাসায় শ্রাবণ মাস বলে কিছু নেই!


মুষলধারা বৃষ্টিতে ঝাপসা হয় হৃদয়ের অনুচ্চারিত স্বপ্ন
ভবঘুরে যুবক চিরসুখী হবার স্বপ্ন দেখে নিরন্তর!


রঙিন মোড়কে মোড়া হৃদয়ের গোপন সোনালী উপহার
সযত্নে খুলতে খুলতে উবে যায় ভালোবাসার সৌরভ।


বুকের সাঁকোতে কে যেন দাঁড়িয়ে একাকিনী আনমনে
স্বপ্নের হাসি হেসে ক্রমেই মিলিয়ে যায় মেঘের মিনারে।


               ******