নীল জল ছুঁয়ে আছে শৈশবের নদী -
শ্যামলা মেয়ে তোমাকে যে আজও ভুলতে পারিনি
নদী মাঠ পুকুর পেরিয়ে হারিয়ে যাওয়া দিন
কি সুন্দর এক অপূর্ব অনুভূতি ছিল তাই না!


তোমার কি মনে আছে সেই সব দিনের কথা
আজ তুমি কোথায়, আর আমি ...
ভেবো না, তোমার মত ভাল নেই ঠিকই
কিন্তু তুমি কি সত্যিই ভাল আছো নদী!


শ্যামলা মেয়ে অথচ কি সুন্দর নাম, - নদী
দেবদারু গাছের পাতার মত তোমার দুটি চোখ
আমি হারিয়ে যেতাম ঐ ছোট্ট বয়েসেও ...
তুমি ঠিক বুঝে যেতে, খিলখিল করে হেসে বলতে – বোকা!


নদীরা কি হারিয়ে যায় এমনি করে সব সময়
ভালোবাসার তাজমহলে কি ওদের জায়গা নেই
সারাটা জীবন ময়লা আবর্জনা বুকে জড়িয়ে চলতে হবে
সুখের ইমারতে শৈশব চুরি হয়ে যায় অবলীলায়।


ব্যালকনির রোদ্দুরে শরীর এলিয়ে বসে আছি নির্বাক
শৈশবের ভালোবাসা আজও ঝিনুক কুড়িয়ে যায় বালুচরে
নদীর মুখটা মনে পড়ে, ভীষণ স্পর্শ করতে ইচ্ছে করে
ছুটছি ছুটছি ছুটছি ... ক্রমশ দূরত্ব বাড়ছে দুজনার, দুটি মনের ...


     *******


রচনাকাল – ০৯/০৬/২০২১