মনের খিড়কী বন্ধ রেখো না আর -
খরস্রোতা নদীতে ভাঙছে ভালোবাসার পাড়
ঠোঁটের কোণে হারিয়ে গেছে রাতের উল্লাস!


হেমন্তের হিমেল বাতাসে বুকে কাঁপন ধরে
যদিও এখনও শীতের লেশমাত্র নেই –
অভিমানি মন নীল ক্ষত নিয়ে বসে আছে।


অতৃপ্ত হৃদয়ে চাতকের কান্না শোনা যায়
সুখের প্রদীপ নিভু নিভু করে জ্বলছে ...
ছন্দ হারিয়ে শরীরের বাঁকে বাঁকে তীব্র আঁধার!


শিশির ভেজা ঘাসের বুকে হিমেল পরশের মত
হৃদয়ের প্রতিটি অনুভব জেগে ওঠে নিরালায়
সমস্ত শূন্যতা ভুলে নারী খুঁজে বেড়ায় ভালোবাসার উজান!


নারী জীবনের প্রথম লগ্নে ছিল পরম প্রাপ্তি
নীল আকাশের মত মুক্ত মন ছিলা একটা
কোথায় যেন হারিয়ে গেল চোখের পলকে ...


          ********