উড়ছে রঙিন প্রজাপতি ভিজে ফুলের বনে
রামধনু রঙ এখনও মেলায়নি মেঘলা আকাশ থেকে
রঙিন পাখনায় বৃষ্টি ভেজা গোধূলির আলো
উন্মাদনায় পাগল মিলন খেলায় রত প্রজাপতি।


বৃষ্টি ধোয়া জল মাড়িয়ে যায় এক নারী
নূপুর ধ্বনিতে হৃদয়ে ওঠে প্রেমের কলতান
অভিমানী শরীর হতে চায় রঙিন প্রজাপতি
মধুর লোভে হারিয়ে যাবার নেশায় পাগল।


ওষ্ঠে লেখা ঝড়ের আগাম খবর
রাতের গভীরে হারিয়ে যেতে যেতে
বালুচর জুড়ে ভাঙা চাঁদের আলো
নিচ্ছে লুটে নারীর দেহে যত মণি মুক্তো!


ভালোবাসার ঋণ হবেনা শোধ কোনদিন
ওষ্ঠে বসে ঘুমায় রঙিন বিদূষক প্রজাপতি
শাশ্বত দিন আঁধারে হবে বিলীন –
হৃদয় জুড়ে তবুও হয় সোহাগ রাত!


           *****