মুক্ত ডানা মেলছে আকাশে
পাখিরা খুঁজছে বাসা
মানুষ আজও কেন অসহায়
নেই কী সুখের আশা!


স্বপ্নগুলো যায় ভেসে যায়
মন দরিয়ার বাঁকে
ঝিনুক মাঝে মুক্তো খুঁজে
সদাই ডাকে মাকে!


মায়ের চোখে কান্না লিখে
ক'জন পেয়েছে সুখ
সুখের বসতি থাকবে ক'দিন
মায়ের মেটে না ভুখ।


জোনাকির সাথে গল্প করে
মায়েদের কাটে রাত
আকাশ ছোঁয়া বাড়িতে থেকে
পেলে কী নতুন জাত?


ভাঙা গড়ার এই দুনিয়ায়
পাখিরা থাকবে বেঁচে
আলাদা থেকে মানুষ জাতির
হৃদয় ওঠে কী নেচে!


       *****


২৭ জানুয়ারী ২০২৩