ভাঙা মাস্তুল থেকে দেখা যায় শৈশবের উপনিবেশ
ঝরে যাওয়া পাতার মর্মর ধ্বনিতে কান্নার শব্দ
ভুলতে চেয়েছি অনেক বসন্তের রোদ্দুর।


কাঁটাতারের যন্ত্রণা এখনও ভুলতে পারি না
রক্তাক্ত হয়েছে শরীরের শিরা উপশিরা
চোখের জলে ডুবে গেছে হৃদয়ের উৎসারিত আলো।


অন্ধ সময় থমকে দাঁড়িয়ে আছে কাঁটাতারের বাঁকে
শৈশবের জানালায় জং ধরে গেছে
পদ্মা গঙ্গার জল মিলে মিশে একাকার।


তবুও মানুষের সাথে মানুষের সখ্যতা আজও হল না
ছিন্নমূল মানুষ ঠিকানা খুঁজতে খুঁজতে শৈশব হারিয়ে ফেলেছে
ভাঙা মাস্তুল বিপন্ন অবস্থায় ঝুলছে  -
চোখের জলে ডুবে যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ।


             ******


১৭ মে ২০২৩