জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে খোলা ছাদ
এতো রাতেও দাঁড়িয়ে আছে মেয়েটা
পূর্ণিমা চাঁদ গলে গলে মিশে যাচ্ছে শরীরে
অপূর্ব তৃপ্তি আগে কখনও উপভোগ করেনি সে।


বাপ মা মরা অবোধ মেয়ে
খেটে খেটে শরীর হয়েছে কয়লার মত
হঠাৎ শরীরে আগুন চমক খেলা –
এক পছন্দের পুরুষ স্পর্শে শিহরণ।


অজানা ভয় তাড়িয়ে বেড়ায় সারা রাত্তির
জ্যোৎস্না আলোর এত রূপ আগে বোঝেনি
ভরা কোটালের মত শরীর জুড়ে উন্মাদনা
জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে খোলা ছাদ, নগ্ন দেহ।


বাবুর বাড়িতে খেটে খাওয়া শরীর
ভয়ে কাঁটা হয়ে যায় অবোধ মেয়েটা
জানাজানি হলেই তাড়িয়ে দেবে –
মুখটা আকাশে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে।।


          ********