কবিতা  -  ভাঁড়ার
****************


কর্মহীন মানুষ হয়ে যাচ্ছে কুঁড়ে
দেখতে দেখতে কেটে গেল প্রায় দু'মাস
ঘরের ভাঁড়ার ক্রমশ শুন্য ...
যে কটা টাকা ঘরেতে ছিল তাও শেষ।


এখন বাঁচার লড়াইটা ভীষণ কঠিন
রোদ্দুরে পুড়ে যাচ্ছে মানুষ  -
সবুজ বনানীরও হলুদ বর্ণ রঙ
জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রকৃতি ও মানুষ।


ধ্বংসের মুখে আধুনিক সভ্যতা -
বিবর্ণ ক্যানভাসের মত মানুষের মুখ
সুস্থ মানুষগুলোকে বিকলাঙ্গ লাগছে
ভাঁড়ার পূর্ণ করার লোকেরাই কর্মহীন।


সাহায্যের হাত অনেকেই বাড়িয়ে দিয়েছে
কিন্তু ওতে বেঁচে থাকা যায় না -
বাঁচার জন্যে যে লড়াই সেও গেছে থমকে
এখন নিজের সাথে নিজের লড়াইটা আরও কঠিন।


                 **********


রচনা কাল  - ৩০|০৪|২০২০


*********************
         কবিতা  - অচিন পাখি
*********************


অচিন পাখি  চিনতে পারিনা তোমার কন্ঠস্বর
ডানার মধ্যে লুকিয়ে রাখো মৃত মানুষের কান্না
তোমার শরীরটা কেন এমন বিকলাঙ্গ -
এমন কদাকার রূপ আগে কখনও দেখিনি।


তুমি কোন দেশ থেকে এলে অচিন পাখি
চীন, ইতালি, স্পেন নাকি আমেরিকা ...
তোমাকে সপর্শ করতে ভীষণ ভয় লাগে
কোনো রোগের জীবানু বহন করছো কী শরীরে?


তোমার অপরূপ ওড়ার ছন্দ হারিয়ে গেছে অচিন পাখি
আতঙ্কের ছায়া তোমার চোখে মুখে -
সারা বিশ্ব আজ কঠিন ভাইরাসে আক্রান্ত
তুমিও দেখেছো আকাশ পথে মৃত্যু মিছিল!


অচিন পাখি তুমি উড়তে ভুলে গেছো
তুমিও কী ভয়ে পালিয়ে এলে ওদেশ থেকে
আমরাও যে ভালো নেই অচিন পাখি -
ভয়ে আতঙ্কে সব্বাই আজ গৃহবন্দি।


                *********


রচনাকাল  -  ০৮|০৪|২০২০


*********************
   কবিতা  -  ভালো আছে পৃথিবী
*********************


রাত্তির এগারোটা, লক ডাউন চলছে
খোলা আকাশ ঠিকানা -
প্রচন্ড গরম, মাঠে বসে আছে মানুষ
লোডশেডিং, বন্ধ আলো, পাখা
খোলা মাঠে মৃদু মন্দ বাতাস বইছে ।


শরীরটা ধীরে ধীরে জুড়িয়ে আসছে
দুচোখে নামছে ঘুম ...
আধখানা চাঁদ জেগে আছে আকাশে
রাত বাড়ছে, বিছানা খোঁজে শরীর।


ভাঙাচোরা মনের খবর ক'জন রাখে
পাখির ডাকে ভোর হয় -
কিন্তু ভোরের আকাশ দেখে মানুষের মুখ আর চকচক করে না
বেঁচে থাকার সংগ্রাম হারিয়ে ফেলছে সবাই।


শেষ বোশেখের তীব্র দহনে পুড়ে যাচ্ছে মানুষ
বিষণ্ণ দুপুরে কর্মহীন বোবা কান্না  -
নতজানু হয়ে জীবন খোঁজে অসহায় আমজনতা।
'ভালো আছে পৃথিবী' এই কথাটা বলতে চাই সব্বাই।


                **********


রচনাকাল - ০৯|০৫|২০২০