নিশুতি রাত ঘুমিয়ে কাত
বন্ধ সকল দোর
অনভ্যস্থ হাতে খুলছে হাঁড়ি
এসেছে ভাত চোর!


উপায়ের পথ হয়েছে বন্ধ
ঘরেতে ক্ষুধার্ত চোখ
গভীর আঁধার ঘুমহীন রাত
দেখায় যে বাঘনখ।


নিরুপায় হয়ে করছে চুরি
সন্তান অভুক্ত কাঁদে
দুমুঠো ভাত পাবার আশায়
পড়েছে মানুষ ফাঁদে!


আকাশ পানে তাকিয়ে ডাকে
দেখাও প্রভু পথ
কান্না জীবন ডুকরে মরে
কোথায় সুখের রথ!


ভাত চুরির নেইতো স্বভাব
উপার্জন হয়েছে বন্ধ
লক্ষ পরিবার অভুক্ত কেন
ঈশ্বর তুমি অন্ধ?


   ****


রচনাকাল – ১৩/০৯/২০২০