ভবঘুরে রোদ্দুর কখনো কখনো উঁকি মারে গরীবের অগোছালো উঠোনে
মাটি ছুঁয়ে চলে যায় স্বপ্নের খুশি -
শীতের হাওয়ায় কুঁকড়ে যায় গরীবের শরীর।


একঝাঁক প্রজাপতি উদাত্ত কন্ঠে গান গায়
ওরা উড়তে উড়তে খেলা করে গরীবের বিবর্ণ বাগানে
কষ্টের জীবনের মানে ওরা জানে না -
জানে শুধু ফুলের হৃদয় থেকে মধু সংগ্রহ করা।


ভবঘুরে রোদ্দুরের সাথে সখ্যতা করে মৌমাছির দল
শীতের পড়ন্ত বিকেলে নদীর চর থেকে উঠে আসছে দেহাতি নারীরা
যারা নদীতে সারা দিনই কাটিয়ে দেয় মাছ ধরার জন্যে।


পঞ্চমীর চাঁদ উঁকি দেয় অভুক্তদের বারান্দায়
একটু একটু করে গিলে খায় শীতের আগুনের উত্তাপ
ভবঘুরে রোদ্দুর গরীবের হৃদয়ে বাস করে চিরকাল।


বসন্ত ঋতু আসে না, চিরদিনই কষ্টের মহামারী -
জোনাকির আর্তনাদ তীব্রতর হচ্ছে ঘন কুয়াশার মাঝে
প্রকৃতির বুকে শুয়ে আছে জীবন্ত কঙ্কালের প্রতিবিম্ব।


             *******


০২ জানুয়ারী ২০২৩