নিজের মুখে বলছি সবাই
আমরা ভদ্রলোক
দুখের সাগরে ভেসে গিয়ে
করবো না কেউ শোক।


ভাষণ দেওয়া বন্ধ করে
করো নিজের কাজ
নেতা মন্ত্রী নয় তো কেউ
চুলে দেখাও ভাঁজ।


সাদা পোশাক পরেই ভাবো
তোমরা হয়েছো ভদ্র
মনে কালি থাকলে জেনো
আঁধারে ডুববে চন্দ্র।


আকাশ জুড়ে ঘন কালো মেঘ
জ্বলবে কী আর আলো
ভালো মানুষ হলেই পরে
থাকবে না কোনো কালো।


ভদ্রলোকের মুখোশ পরে
যতই সাজো সাধু
আসল চেহারা পড়বে ধরা
দেখাও না যতই যাদু।


       ******


১৩ জুলাই ২০২৩