ছোট ছোট স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে অথৈ জলে
নতুন সূর্যের আলোয় স্নান করতে করতে বছর পার করি
অদেখা স্বপ্নগুলো ক্রমশ বিবর্ণ হয়ে যায় রোদ মিছিলে।


ঘুম ভাঙা চোখে নতুন ভোর খুঁজে বেড়ায় সব্বাই
একমুঠো সুখ থেকে বঞ্চিত সব মানুষই -
ঝলসে যাওয়া চাঁদের আলো দেখবে বলে রাত্তির জেগে বসে।


সময় পেলে জীবনের গল্প বলতে চায় সব্বাই
মানুষের সুখ দুঃখের কাব্য শোনার লোক কোথায়
সকলেই যে ভীষণ রকম দুঃখী ভেতরে ভেতরে।


ভালো থাকার ইতিহাসটা ভুলতে বসেছে মানুষ
গরীব মানুষও দু'বেলা দু'মুঠো খেয়ে বেঁচে থাকতো
আর এখন প্রতিটা দিনই অনিশ্চয়তা ভরা কঠিন জীবন।


স্বপ্নের রোদ্দুরটুকু কেমন ফিকে হয়ে যাচ্ছে ক্রমশ
'ভালো আছি ভালো থেকো' এই কথাটা বলতে সাহস হয় না
সব্বাই ভালো থাকতে চাই আগের মত নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে ...


           ******


রচনাকাল  - ০৬/০১/২০২২