ভাঙা সংসার ভরাডুবি হয়
অচিন সুখের তরে
সুখের বসতি গড়তে গিয়ে
মানুষই অভুক্ত মরে।


ফসলের মাঠ শুকিয়ে গেছে
রক্ত জমাট বাঁধা
কপালের ঘাম শুকায় না কভু
মানুষই হয়েছে গাধা!


ঋণের বোঝা বাড়ছে ক্রমে
নতজানু হয় শির
ভাসান প্রতিমা যেমন ভাসে
বিষণ্ণ সুখের নীড়।


ভাঙা সংসার লাগবে জোড়া
এই আশাতেও ছাই
যেদিকে তাকাই শুধু হাহাকার
শুধু নাই শুধু নাই।


কোথায় আছে মুক্তো হাওয়া
কে দেবে সুখের খোঁজ
কোজাগরী চাঁদ ওঠে না রোজ
কে দেবে দু'মুঠো ভোজ!


         *******


২৪ মে ২০২৩