ভুত দেখেছে গ্রামের মানুষ
রাত্রে বেরোনো মানা
কেউ বলছে মামদো ভুত
কেউ বলছে ভুতের ছানা।


সত্যি মিথ্যে করবে বিচার
এমন মানুষ কই
সবাই ভয়ে ঘরের ভিতর
কেবা ধরবে মই।


আঁধার হলেই গাছের ডালে
দোলায় কে যেন পা
নাকি সুরে কথাও বলে
শাঁকচুন্নি পেতনীর মা।


সকাল হলেই দেখতো সবাই
গাছের ডালটি ফাঁকা
ভাবছে কিন্তু অনেকে মনে
কেউ দিচ্ছে ধোঁকা।


দস্যি ছেলে মদন কালু
দেখাতো ভুতের ভয়
পড়লো ধরা ভুতের খেলা
পেটন কাকে কয়!


  ****


রচনাকাল – ৩০/০৮/২০২১