ভাঙা জোৎস্না ঘুমে অচেতন
জোনাকির আলোও শেষ
লড়াই করে বাঁচবে মানুষ
হবে এক সমাবেশ।


মাঝ রাত্তির আসে না ঘুম
জ্যৈষ্ঠের প্রখর গরম
মেঘ বালিকার পড়ে না চরণ
মাটি হবে কী নরম?


হাজার ফুটের পাইপ থেকেও
ওঠে না কলে জল
ভূগর্ভের জল শুকালে
পাবেই মরণ ফল।


এতো আলো এতো বাতাস
তবুও মানুষ মরে
জল অপচয় বন্ধ হলেই
সুখও থাকবে ঘরে।


ভূগর্ভের জল বাঁচিয়ে
জীবন করো দান
বিশুদ্ধ জল পান করলেই
পাবেই ফিরে প্রাণ।


       ******


০৫ জুন ২০২৩