ভুল ভুল ভুল  -
জীবনের সবকটি সিদ্ধান্ত ভুলই নিলাম
যা করতে চেয়েছি ঠিক তার উল্টোটাই হয়েছে
ব্রাত্য থেকেছি চিরকাল সবার থেকে।


ভুল ভুল ভুল  -
আষাঢ়ের মেঘের মতো জলহীন জীবন
দমকা হাওয়ায় ভেঙে পড়েছে জীবনের বাঁধনহীন  সাঁকো
প্রকৃতির রুক্ষতার মতো ক্ষতবিক্ষত বেওয়ারিশ পাণ্ডুলিপি।


ভুল ভুল ভুল  -
অদক্ষ নাবিকের মতো অতল ঢেউয়ের সাথে বেঁচে থাকার মন্ত্র জানা নেই
তবু যেন ভুল স্বর্গের পিছিয়ে ছুটেছি সব সময়
এটা কী জীবন! নাকি আস্থা কুঁড়ের অলৈকিক বারান্দা!


ভুল ভুল ভুল  -
শৈশব কৈশোর যৌবন ধাপে ধাপে পেরিয়ে গেছি ভুল পদক্ষেপে
এখন মরা বসন্ত হাতছানি দিয়ে ডাকে  -
ভুল স্বর্গের ঠিকানাটাও ভুল, তাই মাঝপথে ঝুলে রইল বাকী জীবন।


           *******


রচনাকাল  - ২৬|০৭|২০২২