ধ্বংস স্তূপে চাপা আছে মৃত্যু মিছিল
বহুতল বাড়িগুলো যেন খোলামকুচি
ভূমিকম্পে কেঁপে উঠেছে বারংবার
এই পৃথিবী কখনও কী মানুষের বাসযোগ্য থাকবে?


তুরস্ক সিরিয়া জুড়ে শুধুই হাহাকার
কান্নার শব্দে ঘুম ভাঙছে ভূমিকম্প বিধ্বস্ত দেশের
ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে  -
জীবন থেকে হারিয়ে গেছে সুখের রংমশাল।


মানুষ এতো যে অহংকার করে এক নিমেষেই সবকিছু ধূলিসাৎ
রঙিন স্বপ্নের রোদ্দুর ম্লান হয়ে গেছে নিজেদের অজান্তে  
হৃদপিন্ডের অন্ধকার কক্ষপথে হেঁটে চলেছে অসংখ্য শিশুর দল
হারিয়ে গেছে আত্মীয় পরিজন বাবা মা সবকিছু।


ভোরের আলো ফুটলেও সবই যেন আঁধারে ঢাকা
সভ্যতার শিকলে বাঁধা আধুনিক সভ্যতা
বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন প্রকৃতির কাছে মানুষ আজও অসহায়
বন্যা ভূমিকম্প খরা ঘূর্ণিঝড় আছে থাকবে, মানুষ কিচ্ছু করতে পারবে না।


          ******


০৯ ফেব্রুয়ারি ২০২৩