ভাঙন যখন গভীর খাদে
জীবন বাঁচানো দায়
ঝরে যাওয়া ফুলের গন্ধে
সুবাস নিতে চায়।


পথের প্রান্তে ঘুমিয়ে আছে
নাম না জানা ফুল
মানুষ তাদের অচ্ছুৎ ভাবে  
এটাই মস্ত ভুল।


পথের শোভা বাড়ায় তারা
অবহেলা জোটে শুধু
পায়ে মাড়িয়ে যায় যে সবাই
চায় যে সবাই মধু।


জীবন থেকে হারিয়ে গেছে
সুখের মধুর রঙ
অচ্ছুৎ ভেবে দিও না সরিয়ে
মানুষই সাজে সঙ!


চাঁদের আলোয় পথ খুঁজছে
বোকা সরল মানুষ
বিষাদ বাতাস ফুঁসছে সদাই
সব্বাই হবে ফানুস।


      ******


০৪ ফেব্রুয়ারি ২০২৩