বিরহের নদী জল থৈথৈ
   দৃষ্টি অলস বেলা
     মনের নদী আজ অবেলায়
       করছে শুধুই খেলা।


পূর্ণিমা চাঁদ হৃদয় জুড়ে
     বিরহী ভেলায় ভাসি
         গ্রহণ আসুক জীবন খেলায়
              কাটিয়ে আবার হাসি।


ভোর আলোতে ফুল কুঁড়িয়ে
  গেঁথেছি বরণ মালা
    স্মৃতির ভেলায় সুখের পরশ
       স্বপ্ন সুরভী ঢালা।
    
বিরহী হৃদয়ে গাঁথা মালা
  সোনালী সুখের দিন
    মরমী বাঁশির মূর্ছনা সুর
      হৃদয়ে আজও অমলিন।


হৃদয় খাতায় কাব্য লিখে
  স্বপ্নের দিন গোনা
    পূর্ণিমা চাঁদ গ্রহণ বেলায়
       ভালোবাসার জাল বোনা!


       ********