রেলের চাকায় আবার তালা
বাদুড় ঝোলা বাস
গ্রামের মানুষ উপোষ থাকুক
এ কেমন পরিহাস!


শহরে বাড়ছে মরণ মিছিল
ট্রেন কেন তবে বন্ধ
বাসে অটোয় নেই কি রোগ
বিচার বুদ্ধি অন্ধ।


বাজার খোলা পাঁচ ঘণ্টা
ভিড়েতে যায় প্রাণ
হুঁশ ফেরেনি আমজনতার
জীবন হয় বলিদান।


দীন দুনিয়ার মালিক তুমি
মোছাও চোখের জল
এখন মানুষ হয়েছে সোজা
নেই তো কোনো ছল।


পেতে হলে মানুষের পূজা  
করো ওদের সুখি
ভক্তি ভরে ডাকবে তোমায়
নইলে তুমিও দুখি।


   ****