কতো শহীদের প্রাণ বিনিময়ে
স্বাধীন হয়েছে দেশ
কতো মায়ের চোখের জলে
ভুলেছি হিংসা, দ্বেষ।


স্বাধীন দেশ স্বাধীন মানুষ
রক্তাক্ত দেশের মাটি
জাতীয় পতাকা উড়ছে আকাশে
শহীদের রক্তটাই খাঁটি।


পথের দু'ধারে কঙ্কাল শুয়ে
নেই শরীরে রক্ত
জীবন ভিক্ষা চায় নি কেউই
বুকের পাঁজরটাই শক্ত।


বিজয় দিবসে নতজানু হই
যারা মহান বীর
রক্ত দিয়ে করলে স্বাধীন
উন্নত তব শির।


প্রভাত আলোয় আলোকিত হয়
শহীদদের মহান প্রাণ
কতো বিপ্লবী নিঃশব্দ নীরবে
জীবন করেছেন বলিদান।


      ******


রচনাকাল -
১৬ ডিসেম্বর ২০২৩