শারদ শুভেচ্ছা বিজয়া দশমী
মায়ের চোখে জল
বিদায় লগন মন্ডপে মন্ডপে
দাও মা হৃদয়ে বল।

চরণ ছুঁয়ে করছে প্রণাম
সকল পুরুষ নারী
তোমার বিদায়ে চোখের পাতা
হচ্ছে অনেক ভারী।

প্রতি বছর এসো মাগো
মোদের কুঁড়ে ঘরে
তোমার দয়াতেই থাকবো সুখে
দুঃখ যাবে সরে।

দূর্গা মাগো কষ্টে আছে
এই পৃথিবীর জীব
তোমার কথা শুনবে মাগো
তিনিই হলেন শিব।

হিমেল হাওয়া শিউলি সুবাস
শিশির ভেজা ভোর
রোগ মুক্ত করো পৃথিবী
তোমার আছে জোর।

         *******

রচনাকাল  - ১৪|১০।২০২১