আমি নবান্নে এসেছি ফিরে
বাসমতী চাল নয়, মোটা চালেও নবান্ন উৎসব হয়
মেঠো পথের দু'ধারে ফসলের মাঠ ভরে উঠেছে সোনালী ধানে।


হেমন্তের শেষ রোদ্দুরটুকু শুষে নিচ্ছে তৃষ্ণার্ত জমি
উত্তরে হাওয়া ক্রমশ দাপট বাড়াচ্ছে
ঠান্ডায় বসে গাইছে নবান্ন উৎসবের গান।


চাঁদনি রাতের মায়াবী জ্যোৎস্না খেলা করে হৃদয়ের অলিন্দে
কুয়াশা নামছে চরাচরে জুড়ে ...
স্বপ্নের রোদ্দুরে স্নান করছে অর্ধ মৃত মানুষ
এখন তারা দু'বেলা দু'মুঠো খেতে পাবে।


সোনালী ধান চিকচিক করছে  -
নতুন সূর্যের আলোর ছোঁয়ায় ওরা বাঁচতে চায়
নগণ্য মানুষ বিষাদের নদী পেরিয়ে এসেছে অবশেষে।


নীল উপত্যকা ভেঙে চুরমার হয় মানব সভ্যতা
আজও আকাশে চাঁদ ওঠে, সূর্যাস্ত হয়
পরাজিত মানুষ নবান্ন উৎসবে মাতবে চিরকাল এটাই ধ্রুব সত্য।


              ******


১৬ ডিসেম্বর ২০২২