মরা চাঁদের আলোয় ঝাঁপ দেয় উল্লসিত জোনাকি
নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দে ওঠে ছন্দে –
বিকেলের ক্লান্ত সূর্য ডুবে গেছে মাঝ নদীতে
বিসর্জনের বাজনার সুর বড়ই করুণ!


ভোগী মানুষ উপোষী ক্ষুধার্ত মানুষ
সবাই হাজির বিসর্জনের খেলায় ...
মাটির গন্ধ নিয়ে মা দুর্গার বিদায় গমন
সারাটা বছরের প্রতীক্ষায় হল অবসান।


গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জনের বিদায়ী বাজনা
বারে বারে ধ্বনিত হয় ‘আসছে বছর আবার হবে’
হৃদয় ভারাক্রান্ত হয় মায়ের বিদায় লগ্নে –
জাতপাত ভেদাভেদ মুছে যায় এক লহমায়!


কী উৎসব হয় না এই বাংলার মাটিতে –
আলোর রোশনাইয়ে ভেসে যায় আকাশ মাটি পৃথিবী
উৎসব মুখর বাংলা হয়ে ওঠে যেন রূপসী বাংলা
তবুও মন কেমনের উৎসবে চোখে আসে জল!


        ********