বিসর্জন থেকে ফিরে আসছে নারী পুরুষ -
যুবক যুবতীর আবীর মাখা উদ্দাম শরীর
বিসর্জনের ক্লান্তি নেই কারও চোখে মুখে।


গঙ্গার জলে ধুয়ে যাচ্ছে প্রতিমার উজ্জ্বল রঙ
শরীর থেকে খসে খসে পড়ছে মাটির প্রলেপ
গঙ্গার জল মাথায় ছড়িয়ে মাকে প্রনাম ...


হাজার ওয়াটের আলোর মধ্যেও উবে যাচ্ছে
মায়ের ভালোবাসার স্পর্শ –
আকাশের দিকে তাকিয়ে মনে হয়
মাকে বিসর্জন দিলাম জলে ...
কিন্তু আকাশ পথে কে যায় সোনার রথে?


ছেঁড়া ছেঁড়া মেঘ ফুঁড়ে ছুটছে
মায়ের সোনার রথ ...
আকাশ ভরা তারা আর আধখানা চাঁদের মায়া
নাকি সবটাই মায়ের অপরূপ খেলা!


ভাবতে ভাবতে দু’চোখে জল নেমে আসে
মায়ের বিসর্জন হয় না সবই আমাদের কল্পনা।।


         *********