শুকিয়ে যাচ্ছে সবুজ -
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মানুষের
পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে দিনের পর দিন।


কান্না লুকিয়ে রাখতে পারছে কই মানুষ
প্রকৃতি ধ্বংস করে মানুষ সুখী থাকতে পারে না কখনও
দুঃখের বর্ণমালায় লেখা হয় অনিবার্য মরণ কাব্য।


নির্বিচারে গাছ কাটছে মানুষ  -
প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায় আমাদের
হৃদয় রক্তাক্ত হোক তবেই বুঝবে মানুষ পরিবেশের মূল্য।


গাছ লাগাও প্রাণ বাঁচাও এসো আওয়াজ তুলি
গাছ থাকলে প্রাণও বাঁচবে একথা কখনো না ভুলি
ধ্বংস নয় সৃষ্টি করতে হবে নতুন প্রাণের স্পন্দন।


আজ বিশ্ব পরিবেশ দিবসে শপথ নিতে হবে সব্বার
জীবনকে বাঁচাতেই গাছ লাগাতে হবে
শুধুই নিজেদের জন্যে নয়, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে গাছ লাগাতে হবে।


           ********


রচনাকাল  - ০৫|০৬|২০২২