চোখের জল ঘুমিয়ে আছে
বুকে শুকিয়ে রক্ত
বিশ্বাস করে ধরলাম হাত
সেই হাতই কর্দমাক্ত!


ঘর ছেড়েছি তোমাকেই জেনে
হৃদয়ে জ্যোৎস্না চাঁদ
বিশ্বাস ঘাতককে বাসলাম ভালো
ভালোবাসা হল ফাঁদ!


ঘর ছেড়েছি তোমাকেই ভেবে
বাবার দরজা বন্ধ
ভালোবাসা হল কান্না বাসর
কূল হারিয়ে অন্ধ!


এমনি করে ঠকালে আমায়
হৃদয় করলে শূন্য
শিরায় শিরার বিশ্বাস ঘাতকতা
কতটা করলে পুণ্য!


সূর্য ডোবা আলোর মত
হারিয়ে গেলাম আমি
চোখের জলই শেষ সম্বল
গণিকা বানালে তুমি!


পরিবার গেল তুমিও গেলে
সব হারিয়ে একা
এক জনমে পাপের বোঝা
আমিই ভীষণ বোকা!


    ****