পঁচিশে বৈশাখ জন্ম নিলে এই ধরণীর পরে
প্রভাত বেলায় শঙ্খ ধ্বনিতে হৃদয় মোহিত করে!


বাংলা তোমার জন্মভুমি বাংলা তোমার ভাষা
হৃদয় জুড়ে তোমার আসন তুমিই মোদের আশা!


বাংলা ভাষায় রচিলে তুমি নাটক কবিতা গান
তোমার গানে মুগ্ধ মোরা তুমিই দিলে প্রাণ!


তোমার সৃষ্টি রবে চিরকাল বিশ্ব ভুবন মাঝে
বাঙালি হয়ে গর্বিত মোরা প্রনমি সকাল সাঁঝে!


সাহিত্যে তোমার অবাধ বিচরণ তুমিই বিশ্বকবি
তোমার আসন বিশ্ব জুড়ে তুমিই মোদের রবি!


জাতীয় সংগীত তোমারি রচনা তুমিই সাহিত্যের গুরু
তোমার মূর্তি হৃদয় রেখে পথচলা করেছি শুরু!


সাহিত্যে তুমি পেলে নোবেল আমরা করি গর্ব  
বিশ্বকবি তোমার সৃষ্টিকে না যেন করি খর্ব!


      ******