কারখানাগুলো ঘুমিয়ে আছে আঁধার কুটুরিতে
সেখানে জোনাকির আলো ছাড়া কিছুই নেই
জং ধরা মেশিনগুলো হাহাকার করে ...
তৃষ্ণায় ছাতি ফেটে যায় কিন্তু চলতে পারে না।


বোবা অভিমানে মুখ থুবড়ে পড়ে বিপন্ন কারশেড
অনাহার ক্লিষ্ট অশান্ত শ্রমিকের দল –
না খেতে পেয়ে মরে গেছে অবেলায়
জ্বলে পুড়ে যায় শ্রমিকদের অসহনীয় যন্ত্রণা।


শ্রমিক পরিবারের মুখগুলো পড়ন্ত বিকেলের মত
অবিবাহিত মেয়েদের চোখগুলো ঢুকে গেছে গর্তে
কঙ্কালসার শরীরে কুমারী সুগন্ধ বিলুপ্তপ্রায় ...
তবুও মাটির সোঁদা গন্ধে নতুন করে বাঁচতে চায়।


যদি কোনদিন কারখানায় হঠাৎ বেজে ওঠে
সাইরেনের বাঁশি কিংবা জ্বলে ওঠে আলো -
বাঁচতে চাই, বিশ্বাস করুন সত্যি বাঁচতে চাই
মাথা উচু করে মানুষের মত বাঁচতে চাই!!


           ********