সূর্যটা যেন নেমে এসেছে মাটির অনেক কাছে
মুখোশ আঁটা মানুষের শ্বাস নিতেই কষ্ট -
তার উপর প্রখর সূর্যের জ্বালা পোড়া রোদ্দুর।


মেঘমুক্ত নীল আকাশে কোথাও মেঘের চিহ্ন নেই
ক্ষণস্থায়ী জীবনে কে কতদিন বাঁচবে বলা কঠিন
মুখগুলো ক্রমশ কালো হয়ে যাচ্ছে পুড়ে পুড়ে ...


থমকে গেছে বাতাস, যেটুকু বইছে এক্কেবারে তপ্ত গরম
অলিগলি যেখানে সূর্যের আলো ঢোকে না সেখানেও আগুন হাওয়া
বোবা কৃষ্ণচূড়া ফুলগুলোও হাসতে ভুলে গেছে।


নিদাঘ দুপুরে কাকের তীব্র কর্কশ কা কা শব্দে মুখোরিত
আমফান ঝড়ে উপড়ে গেছে বহু পুরনো বটগাছ -
পাখিরা ক্রমশ আস্তানাহীন হয়ে পড়ছে।


বৃষ্টি কোথায় জানি না, মেঘও নিয়েছে মুখ ফিরিয়ে
নিথর প্রকৃতির কালো ছায়া মানুষকে গিলে খাচ্ছে সর্বদা
মেঘ রোদ্দুর বৃষ্টির খেলা বড্ড দেখতে ইচ্ছে করছে নতুন করে।


      *******


রচনাকাল – ২৬/০৪/২০২১