পিঠে আছে চাবুকের দাগ -
হৃদয় অন্তরে লুকিয়ে আছে দগদগে ক্ষরণ
ক্রীতদাস প্রথা উঠে গেছে
তবুও যেন আজও রয়ে গেলাম ক্রীতদাস।


কাজের জায়গায়, বাড়িতে, সর্বত্র –
দাসত্বের থেকে মুক্তি কোথায়!
একটু ভুল হলেই চাবুকের থকেও কঠিন
মুখের ভাষা হয়ে যায় অশালীন।


এক ফালি চাঁদ উঁকি দেয় মনের জানালায়
মুখ থেকে উবে গেছে মরা হাসির ঝলক
তবুও কষ্ট করে হাসতে হয় –
কিন্তু অন্তরের ক্ষরণ থেকেই যায় চিরকাল।


ছেঁড়া জামাটাও সবার সামনে খুলতে ভয় করে
যদি সব্বাই জানে মাথায় দাসত্বের মুকুট
বোবা রোদ্দুর ছুয়ে যায় হৃদয়ের অলিগলিতে
হতাশার মেঘ কাটবে কবে কেউ জানে না!


      ******


রচনাকাল – ১৫/১২/২০২০