ছোট্ট জীবনে ভালোবাসার গল্পগুলো কেমন যেন  হারিয়ে যাচ্ছে
প্রতিটি মানুষ যেন বদ্বীপের মধ্যে বাস করছে
চেনা ছন্দের জীবন থেকে হারিয়ে যাচ্ছে ভালোবাসার জ্যোৎস্না।


আলো আঁধারি নিয়ন আলোতে সভ্যতা হারিয়ে যায়
মানুষ বেঁচে থাকে প্রকৃতির রামধনু রঙ বুকে নিয়ে
নতজানু হয়ে ঈশ্বরকে ডাকছে লক্ষ কোটি অসহায় মানুষ।


বন্দী পাখিরা খাঁচা খুলতেই তারা উল্লাসে ফেটে পড়ে
মানুষের বন্দী জীবনে মুক্তি কোথায় -
বদ্বীপের জীবন থেকে মুক্তির পথ খুঁজছে সব্বাই।


এতো আলো এতো রোশনাই তবুও যেন আঁধার গিলে খায়
পাখিরা মেলছে ডানা মুক্ত আকাশে ...
মানুষও উড়তে চায় হৃদয়ের বদ্বীপে একটা উন্মুক্ত আকাশ পেলে।


             ******


২৮ জানুয়ারী ২০২৩