পা টিপে টিপে হাঁটছে বক
পুকুর কিংবা খালে
খপ করে ধরবে মাছ
নিজের ঠোঁটের জালে।


অভুক্ত বক সারাটা দিন
খোঁজে কোথায় মাছ
লুকিয়ে বক নজর রাখে
ঝোপের আড়ালে গাছ।


খালে বিলে পুকুর নদী
যাচ্ছে কমে জল
মাছের হদিশ পায় না বক
কোথায় করবে ছল?


বর্ষাকালে জল থৈ থৈ
নদী পুকুর ভাসে
মাছের অভাব হয় না তখন
বক মিটিমিটি হাসে।


উড়ছে বক নীল গগনে
খুঁজছে মাছের ঝিল
মনের সুখে খাবে মাছ
হাসবে যে খিলখিল।


       *****


রচনাকাল -
১১ ডিসেম্বর ২০২৩